নেত্রকোণায় লোকশিল্পী সমাবেশ বুধবার

প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ১৩:১২

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

নেত্রকোণায় লোকশিল্পী সমাবেশ ও লোক উৎসব অনুষ্ঠিত হবে বুধবার। শহরের মোক্তারপাড়া মাঠে দিনব্যাপী এই আয়োজন করেছে ‘শিখর উন্নয়ন কর্মসূচি’ নামে লোক শিল্পীদের সংগঠন।

বেলা আড়াইটায় লোকশিল্পী সমাবেশ ও লোক উৎসবের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। প্রধান অতিথি থাকবেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খলিদ।

বিশেষ অতিথি থাকছেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তফছির উদ্দিন খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা।

সংগঠনের সভাপতি আফম রফিকুল ইসলাম আপেল এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খোকন জানান, ‘উৎসবে যাত্রা শিল্পী আব্দুর রাশিদ নাগর আলী, বাউল সুনীল চন্দ্র কর্মকার, বাউল সিরাজ উদ্দিন খান পাঠানকে সংবর্ধনা দেয়া হবে।’

লোক শিল্পী সমাবেশে এক হাজার লোকশিল্পী অংশ নেবেন বলে প্রত্যাশার কথা জানিয়ে জিয়াউর রহমান খোকন বলেন, ‘প্রথমবারের মত এই আয়োজনে আলোচন সভা, শোভাযাত্রা ও লোক সংগীত পরিবেশনা থাকছে।’ 

উৎসব ও সমাবেশে লোক শিল্পী, সাংস্কৃতিক অঙ্গন সকল কর্মীসহ সবাইকে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন জিয়াউর রহমান খোকন।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএ)