দিনাজপুরে আহলে হাদিসের মসজিদের সম্পত্তি উদ্ধারে মানববন্ধন

প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ১৩:২৫

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

দিনাজপুরে ‘ওয়াকফে মোহাম্মদিস ওয়াকফ এস্টেট’র জেলা আহলে হাদিস জামে মসজিদ ও মাদ্রাসার সম্পত্তি দখলদারদের হাত থেকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও মুসল্লিরা।

সোমবার সকাল ১০টায় এ দাবিতে স্টেশন রোডের জেলা আহলে হাদিস জামে মসজিদ ও মাদ্রাসা এতিমখানার সামনে মুসল্লিরা সমবেত হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন মুসল্লিরা।

মুসল্লিদের অভিযোগ, ‘দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র স্টেশন রোডে দিনাজপুর জেলা আহলে হাদিস জামে মসজিদের ২৬ শতক জমি  ‘ওয়াকফে মোহাম্মদিস ওয়াকফ এস্টেট’-এর আওতায়। এই সমাপত্তির অর্ধেকাংশ একটি প্রভাবশালী মহল আত্মসাত করার জন্য অবৈধ দখলে নিয়েছে। তাই, অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএ)