‘খালেদা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল’

প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ১৪:০০

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক করেছি। কিন্তু ২০০১ সালের নির্বাচনে খালেদা জিয়া ক্ষমতায় এসে এগুলো বন্ধ করে দিয়েছিল।’

সোমবার বেলা ১১টায় শহরের কালিবাড়ি রোড এলাকায় ফাতেমা মেমোরিয়াল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। গ্রামের অবহেলিত অঞ্চলগুলো এখন সুন্দর পর্যটন কেন্দ্রে রূপন্তিত হচ্ছে। সুন্দর রাস্তা হওয়ায় যোগাযোগব্যবস্থাও এখন উন্নত। এগুলো আমরা করেছি।’

ভোলার উন্নয়ন নিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, ‘ এ সরকারের আমলে ভোলায়ও অনেক উন্নয়ন হয়েছে।  ভোলার মানুষও অনেক ভালো। আমি এখানে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করি।’

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাতেমা মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ও সাবেক সিভিল সার্জন ডা. ফরিদ আহমেদ, ভোলার সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ মজুমদার।

অনুষ্ঠানে আরো ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএ)