স্বাধীন দিবসে রঙ বাংলাদেশে লাল-সবুজের পোশাক

প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ১৪:৩৯

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস

বছর ঘুরে আবার মার্চ। বাঙালির অনন্য অহঙ্কারের মাস। স্বাধীনতার গৌরবে মেতে ওঠার উপলক্ষ্য। আজন্ম সৃজনশীল বাঙালির এই উদযাপন কেবল গল্প, গান,কবিতায় নয়, বরং বসনেও হয় স্মৃতিতর্পণ।

বাংলাদেশের ঘরোয়া ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ হাউজ রঙ বাংলাদেশ স্বাধীনতা উদযাপনকে অন্য মাত্রা দিতে বিশেষ ব্যবস্থা করেছে। স্বাধীনতার গান ও বাংলাদেশের পতাকার বিষয়কে এবার ধরা হয়েছে কাপড়ের ক্যানভাসে। মূল রঙ হিসাবে বেছে নেওয়া হয়েছে লাল ও পতাকার সবুজ আর সহকারী রং হিসাবে আছে সবুজের সেড ,সাদা, টিয়া, গোল্ডেন হলুদ। 

কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই বাচ্চাদের সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়। 

পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রীন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এম্ব্রয়ডারি, হাতের কাজ, গ্লাসওয়ার্ক,ইত্যাদি।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এজেড)