এসি বিস্ফোরণে দগ্ধ আ.লীগ নেতার পর স্ত্রীরও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৫:০১ | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৯, ১৪:৫৯
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা এলাকায় এয়ারকন্ডিশন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেলেন স্বামী ও স্ত্রী। তারা দুজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

স্বামী আলমগীর হোসেন ভূঁইয়া রাজধানীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। আর স্ত্রী বিলকিস বেগম উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সোমবার দুপুরে বিলকিস বেগমের মৃত্যু হয়। এর আগে গতকাল মারা যান আলমগীর।

মৃত দম্পতির আত্মীয় তানজিল হোসেন বলেন, গত ১৯ মার্চ রাতে আলমগীর ও বিলকিস ঘুমিয়েছিলেন। রাত তিনটার দিকে হঠাৎ প্রচণ্ড শব্দে এয়ারকন্ডিশন বিস্ফোরণে তারা দুজনই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে আলমগীর ভূঁইয়া মারা যান। আর আজ দুপুরে মারা গেলেন স্ত্রী বিলকিস বেগম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, তাদের দুজনের শরীরের ৯৫ ভাগ পুড়েছিল।

এই দম্পতি উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৪১ নম্বর বাড়ির সাত তলা ভবনের পাঁচ তলায় থাকতেন। আলমগীর ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গ্রামের একেএম নূরুল ইসলামের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া দম্পতির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :