নিজেকে ‘নির্দোষ’ হিসেবে তুলে ধরছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৫:২১ | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৯, ১৫:১৬

রাশিয়ার সঙ্গে অবৈধ যোগাযোগ সংক্রান্ত তদন্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি৷ রবার্ট মুলারের প্রতিবেদনে এমন ফলাফল উঠে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প৷ তবে এক্ষেত্রে এখনই হাল ছাড়ছেন না বিরোধীরা।

একাধিক তদন্তের মুখে জেরবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার নিজেকে নির্দোষ হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে আসছেন৷ বিশেষ করে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে অবৈধ যোগাযোগ এবং সে বিষয়ে তদন্তের পথে প্রেসিডেন্ট হিসেবে বাধা সৃষ্টি করার অভিযোগে তাকে বিদ্ধ করা হয়েছে৷ সেবিষয়ে প্রায় ২২ মাস ধরে তদন্ত চালিয়ে আসছিলেন স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার৷ গত শুক্রবার তিনি চূড়ান্ত রিপোর্ট পেশ করেন৷

সেই রিপোর্ট প্রকাশ্যে আনা না হলেও মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার তার চার পৃষ্ঠার প্রাথমিক বয়ানে জানিয়েছেন, যে ট্রাম্প টিমের সঙ্গে রাশিয়ার অবৈধ যোগাযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি৷ তবে ট্রাম্প সেই তদন্তে বাধা দিয়েছিলেন কিনা, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে৷

রাশিয়া অবশ্যই ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে৷ মুলার জানিয়েছেন, প্রেসিডেন্ট কোনো অপরাধ করেছেন– এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া না গেলেও তাকে সম্পূর্ণ নির্দোষ হিসেবে প্রতিপন্ন করা যাচ্ছে না৷

তদন্তের এমন ফলাফল সম্পর্কে জেনে উচ্ছ্বসিত ট্রাম্প ও তার সমর্থকরা৷ নিজের রাজনৈতিক জয় তুলে ধরে ট্রাম্প যাবতীয় অভিযোগ থেকে ‘সসম্মানে’ মুক্তির দাবি করেন৷

২০২০ সালে দ্বিতীয় কার্যকালের জন্য প্রচারের ক্ষেত্রে তদন্তের ফলাফলকে হাতিয়ার করতে তৎপর হয়ে উঠছে ট্রাম্প শিবির৷ রবিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তাকে ফাঁসাতে ‘বেআইনি’ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷ দেশকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যে যেতে হয়েছে, তা অত্যন্ত লজ্জার বিষয় বলে মনে করেন তিনি৷

বিরোধী ডেমোক্র্যাট দল মুলারের তদন্তের ফলাফল সম্পর্কে অসন্তুষ্ট হয়েছে৷ সেইসঙ্গে তারা ট্রাম্প-এর ব্যবসা সংক্রান্ত ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কংগ্রেসের তদন্ত চালিয়ে যাবার অঙ্গীকার করেছে৷ বিরোধীরা সম্পূর্ণ রিপোর্ট প্রকাশের দাবি জানিয়েছে৷ খবর ডয়চে ভেলের।

সংসদের নিম্ন কক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি ও উচ্চ কক্ষে বিরোধী দলের নেতা চাক শুমার মুলারের সম্পূর্ণ রিপোর্ট দেখতে চেয়েছেন৷ তারা মনে করিয়ে দেন যে, তদন্তের ক্ষেত্রে ট্রাম্প বাধা দিয়েছিলেন কিনা, মুলার সে বিষয়ে তাকে কোনো ছাড়পত্র দেননি৷ তাই অবিলম্বে গোটা রিপোর্ট প্রকাশ্যে আনা উচিত৷ অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প সাময়িক স্বস্তি পেলেও বাকি তদন্তগুলির হাত থেকে রেহাই পাচ্ছেন না৷ অবৈধ ব্যবসায়িক লেনদেন থেকে শুরু করে নারীঘটিত কেলেঙ্কারি আড়াল করতে অর্থ ব্যয়ের মতো নানা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে একাধিক আইনি প্রক্রিয়া চলছে৷

ঢাকা টাইমস/২৫মার্চ/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

এই বিভাগের সব খবর

শিরোনাম :