১ এপ্রিল থেকে ৬ মে সব কোচিং বন্ধ

প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ১৬:২৩ | আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১৮:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

এসএসসির পর এবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার সময় ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সারা দেশে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে চলতি বছর প্রথমবারের মতো এসএসসি পরীক্ষার সময় এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার।

শিক্ষামন্ত্রী বলেন, ‘একই জায়গায় বিভিন্ন ধরনের কোচিং থাকে। নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকে অসাধু উপায়ে কোচিং করিয়ে থাকে। সেটি ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে। যেহেতু আমরা বিশেষ কোন ব্যবস্থা নিতে পারছি না, তাই সব কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সচিবসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ১ এপ্রিল শুরু হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। শেষ হবে আগামী ৪ মে। ইতোমধ্যে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো।

এ বছর ১৩ লাখের বেশি পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/বিইউ/মোআ)