জাজিরায় ১২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৯, ১৮:৪৮

স্বাধীনতা দিবস উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার চিঠারচর, কুণ্ডেরচর এলাকায় অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়েছে।

সোমবার সকাল থেকে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপুর পৃষ্ঠপোষকতায় ও তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়।

কর্মসূচিতে মোট আটজন বিশেষজ্ঞ চিকিৎসক ১২০০ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। এর মধ্যে ৭০০ রোগীকে বিনামূল্যে ওষুধ দেয়া হয়।

ইকবাল হোসেন অপু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শরীয়তপুর-১ আসনের জাজিরা ও সদরসহ অন্যান্য এলাকায় গরিব ও দুস্থদের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। জনস্বার্থ বিবেচনায় সাংসদের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সেই সাথে ভবিষ্যতে এমন পদক্ষেপ অব্যাহত রাখারও আহ্বান জানান তারা।

ঢাকাটাইমস/২৫মার্চ/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :