বেসিস সফট এক্সপো অ্যাওয়ার্ড পেল গণবিশ্ববিদ্যালয়

গণবিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৯, ১৯:১৮

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিস পুরস্কার পেয়েছে ‘বেসিস স্টুডেন্ট ফোরাম গণবিশ্ববিদ্যালয় চ্যাপ্টার’। বেসিস স্টুডেন্ট ফোরামের ৭০টি বিশ্ববিদ্যালয়ের সব চ্যাপ্টারের মধ্যে গণবিশ্ববিদ্যালয়কে বেস্ট অ্যাক্টিভেশন অ্যাওয়ার্ড দেয়া করা হয়।

১৯-২১ মার্চ তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে অনুষ্ঠিত ১৫তম বেসিস সফট এক্সপো-২০১৯’তে ২০ মার্চ গণবিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের কনভেনর এস.এম আশিকুর রহমানের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান।

এ সময় প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

গণবিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের কনভেনর এস. এম আশিকুর রহমান জানান, ‘বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা কিছু অর্জন করতে পেরে সত্যিই আনন্দিত বোধ করছি। যারা পেছন থেকে প্রেরণা যুগিয়েছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।’

(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :