গফরগাঁওয়ে বিএনপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ২০:৪৮ | আপডেট: ২৫ মার্চ ২০১৯, ২০:৫৩

ময়মনসিংহ প্রতিবেদক, ঢাকাটাইমস

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার বিএনপি নেতা জামাল উদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টাকা নিয়ে কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনরা।

সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিএনপি নেতা জামাল উদ্দিনের সাথে দীর্ঘদিন যাবৎ তার ছোট ভাই খালেকুজ্জামান খোকনের জমি বিক্রির টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে তার ছোট ভাই মুঠোফোনে টাকার জন্য চাপ দেন। পরে রাতে তিনি আত্মহত্যা করেন।

তার ছোট ভাই খোকন বলেন, বড় ভাইয়ের সাথে রবিবার রাত সাড়ে ৮ টায় জমি বিক্রির টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। তখন ভাইকে সোমবার সকালে টাকা রেডি রাখতে বলি। এরপর সকালে তার বাসায় এসে ভাইকে না পেয়ে পেয়েছি তার মরদেহ।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২৫মার্চ/ইএস