রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে আপত্তি নেই জাতিসংঘের

প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ২১:২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্প সরিয়ে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে স্থানান্তরের বিষয়ে শুরুর দিকে আপত্তি জানিয়ে এলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

সোমবার জাতিসংঘের ঢাকা অফিস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, রোহিঙ্গাদের কক্সবাজারের শিবিরে গাদাগাদি করে থাকতে হচ্ছে। সে কারণে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের নেওয়া এই সিদ্ধান্তকে জাতিসংঘ স্বাগত জানায়।

বার্তায় বলা হয়, সরকারের এই স্থানান্তর প্রক্রিয়ায় যুক্ত রয়েছে জাতিসংঘ। ভাসানচরে পুনর্বাসনের আগে রোহিঙ্গাদের জীবন-জীবিকা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে আমরা সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি।

বার্তায় রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়াটি যেন স্বেচ্ছায় হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু হলে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পালিয়ে আসে। সেখানে আগে থেকে অবস্থান করছিল আরও প্রায় চার লাখ রোহিঙ্গা। কক্সবাজারে এতো বিপুল সংখ্যক মানুষের চাপ কমাতে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এনআই/এমআর)