গোবিন্দগঞ্জে ভ্যানভর্তি সরকারি বইসহ যুবক আটক

গাইবান্ধা প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৯, ২১:৪৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্যানভর্তি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের সরকারি বইসহ ফরিদুল ইসলাম (১৯) নামে দোকান কর্মচারীকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলা সদরের গোবিন্দগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ভাঙরির দোকান থেকে তাকে আটক করা হয়। ফরিদুল উপজেলার দঘুরিয়া খালাসপীর এলাকার শহিদুল ইসলামের ছেলে।

জব্দকৃত বইগুলোর মধ্যে ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০, এবতেদায়ি ও প্রাথমিক শ্রেণির বই রয়েছে। বইগুলোর গায়ে লিখা ছিল জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ এবং বিনামূল্যে বিতরণের জন্য।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঢাকা টাইমসকে জানান, স্থানীয় বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি ভাঙরির দোকানে সরকারি বই বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে ওই দোকানে অভিযান চালানো হয়।

এ সময় সরকারিভাবে একটি ভ্যান ভর্তি বইসহ দোকানের কর্মচারী ফরিদুলকে আটক করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঢাকাটাইমস/২৫মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :