লক্ষ্মীপুরে স্বাধীনতা দিবস পালিত

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০৮:৪১

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হল। মঙ্গলবার ভোর ৫.৫৬ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে ফুল দেয়ার মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু করেন।

এরপর পর্যায়ক্রমে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ, লক্ষ্মীপুর প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারী মহিলা কলেজ ও বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর, এনজিও,পেশাজীবী,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

পরে স্থানীয় বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে সকালে জেলা স্টেডিয়াম মাঠে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ  ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।

ঢাকাটাইমস/২৬মার্চ/এএইচ