স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০৮:৪৩ | আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১০:৪০

ঢাকা টাইমস ডেস্ক

আজ ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ডুডল প্রকাশ করেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। লাল সবুজের ভেতরে নৌকায় মাঝিদের ছবি দিয়ে এই ডুডল প্রকাশ করেছে গুগল। কিছু সার্চ করার জন্য গুগল ডট কমে গেলেই চোখে পড়বে দৃষ্টিনন্দন ডুডলটি।

ডুডলে মার্ক করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০১৯’। এতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাবে গুগল।

বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি এবং আবিষ্কার নিয়ে ডুডল প্রকাশ করে গুগল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে তারা। 

ঢাকা টাইমস/২৬মার্চ/একে