নোবিপ্রবিতে ছাত্রী হলে সিট নিয়ে হাতাহাতি, আহত ১

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৯, ০৯:০২

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে সিট নিয়ে আনিকা মেহজাবিন নদী নামে এক শিক্ষার্থীর সঙ্গে হাতাহাতিতে মলুয়া আক্তার মলি নামে একজন আহত হয়েছেন। সোমবার রাতে হযরত বিবি খাদিজা হলে এই ঘটনা ঘটে।

আহত মলি খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি অভিযোগ করেন, ‘প্রভোস্টের মাধ্যমে হলে উঠলেও আনিকা আপু জোর করে আমাকে বের করে দেয়ার জন্য কক্ষ থেকে আমার সব জিনিসপত্রসহ সিট বাইরে ফেলে দেন।’

অন্যদিকে আনিকা ইংরেজী বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী। তার দাবি, ‘রাজনীতি করার জন্য মলিকে হলে তুললেও এখন সে রাজনীতিতে অনিহা দেখানোয় তাকে সিট ছেড়ে দিতে বলি। এতে সে আমার গায়ে হাত তোলে। পরে দোষ ঢাকতে নিজের হাত কাটে।’

হলে বিনা অনুমতিতে উঠানোর ব্যাপারে জানতে চাইলে আনিকা বলেন, ‘রাজনৈতিকভাবে সবাই এই রকম হলে উঠাতে পারে।’

খোঁজ নিয়ে জানা যায়, নদী ও মলি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলামের অনুসারী।

এ ব্যাপারে শাখা ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, আনিকা ও মলি কেউই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়। সংগঠনের কোনো প্রোগ্রামেও তারা থাকে না।

দুই শিক্ষার্থীর হাতাহাতির ঘটনার সত্যতা জানিয়ে হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট আতিকুর রহমান ভূইয়া জানান, ‘খুব শিগিগির এ ব্যাপারে তদন্ত কবে ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাটাইমস/২৬মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :