তুরস্ককে সতর্ক করলেন মার্কিন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১১:২৪ | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৯, ১১:১০

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়েছেন মার্কিন সেনাপ্রধান জেনারেল জোসেফ ড্যানফোর্ড।

তিনি সোমবার আটলান্টিক পরিষদে দেয়া এক বক্তব্যে বলেন, ‘তুরস্কের এ পদক্ষেপ আঙ্কারার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। দু’দেশ আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে পারে বলে তিনি পরামর্শও দিয়েছেন।’ খবর পার্সটুডের।

মার্কিন সেনাপ্রধান বলেন, তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড কিনলে ওয়াশিংটনের পক্ষে আঙ্কারাকে এফ থার্টি ফাইভ জঙ্গিবিমান সরবরাহ করা সম্ভব নাও হতে পারে। তিনি আরও বলেন, আমেরিকা এ ব্যাপারে তুরস্ককে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

জেনারেল ড্যানফোর্ড বলেন, ইউরোপ ও ইউরেশিয়াসহ অন্যান্য অঞ্চলে আমেরিকার ক্ষমতা খর্ব করতে চায় রাশিয়া এবং এ কারণে দেশটি সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য দেশ হিসেবে রাশিয়ার এ পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করা তুরস্কের উচিত হবে না বলে তিনি মন্তব্য করেন।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড কিনলে তুরস্ককে ‘বিপজ্জনক পরিণতি’ ভোগ করতে হবে। তবে তুরস্ক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই বরং আঙ্কারা ও মস্কোর যৌথ স্বার্থে এই ব্যবস্থা কিনছে তুরস্ক।

ঢাকা টাইমস/২৬মার্চ/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

এই বিভাগের সব খবর

শিরোনাম :