স্বাধীনতার ৪৮ বছর পরও দেশে গণতন্ত্র অনুপস্থিত: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৯, ১৪:৪৯

গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করলেও এখনো দেশে গণতন্ত্র অনুপস্থিত বলে দাবি করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন।

মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

গণফোরাম সভাপতি বলেন, ‘যে গণতন্ত্র আদায়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, দেশে এখন সেই গণতন্ত্র অনুপস্থিত। স্বাধীনতার ৪৮ বছর পর আমরা এমনটি আশা করিনি।’

ড. কামাল বলেন, ‘আজকে যে গণতন্ত্র, আমরা মনে করি সেখানে অনেক ঘাটতি আছে। অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই সংসদ গঠন করতে পারবেন।’

গণফোরাম সভাপতি বলেন, গণতন্ত্রকে শাসন ব্যবস্থা হিসেবে সংবিধানে স্বীকৃতি, সংবিধান অনুমোদনসহ অনেক কিছু অর্জন করলেও দেশে গণতান্ত্রিক পরিবেশ পুরোপুরি গড়ে তোলা হয়নি।

ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, ‘যে সংসদ সত্যিকারের অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে এবং জনগণের আশা পূরণ করবে, সেগুলো কাজ আমাদের সামনে আদায় করার ব্যাপার আছে।’ ঐক্যবদ্ধ আন্দোলন করে এগুলো অবশ্যই আদায় করা হবে বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান সংসদের বিষয়ে জানতে চাইলে তিনি উল্টো প্রশ্ন করেন- ‘সংসদ আছে নাকি?’ এ সময় তার সঙ্গে ঐক্যফ্রন্ট ও গণফোরামের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬মার্চ/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা ভোটের মাঠে বিএনপির তৃণমূল নেতারা

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপির ৬৪ নেতাকে শোকজ

ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আ.লীগের মন্ত্রী-এমপিরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :