সিআইইউতে স্বাধীনতা দিবসে নানা আয়োজন

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৯, ১৫:৫৪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে কবিতা পাঠ, স্মৃতিচারণ ও আলোচনা সভা।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বিভিন্ন স্কুলের শিক্ষক ও ক্লাবের সদস্যরা অংশ নেন। শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী ও সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘পাকিস্তানি শাসকদের নিপীড়ন ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে একদিন আমরা স্বাধীন হওয়ার স্বপ্ন দেখেছিলাম। দেশ স্বাধীন হওয়ার পর এখন মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারণ করে দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্ম দেশকে ভালোবেসে যোগ্য ও সৎ নেতৃত্বের অভাব পূরণ করবে। ১৯৪৭ এর দেশভাগ, ভাষার জন্য দায়বদ্ধতা, বঙ্গবন্ধুর ভূমিকা, শহীদদের আত্মত্যাগসহ নানা পটভূমি তাদের মাধ্যমে ছড়িয়ে যাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে-এমনটা প্রত্যাশা আমার।’

সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমার উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস-এর ডিন কাজী মোস্তাইন বিল্লাহ, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. রেজাউল হক খান, সিআইইউর উপদেষ্টা অধ্যাপক ড. এম আইয়ুব ইসলাম ও বিজনেস স্কুলের ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ।

অনুষ্ঠানে সিআইইউর নয়টি ক্লাবের সদস্যরা নিজস্ব পরিবেশনায় সবার কাছ থেকে হাততালি কুড়ান। ক্লাবগুলোর মধ্যে ছিল: মডেল ইউনাইটেড নেশন্স ক্লাব, সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, এইচআরএম সোসাইটি, ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাব, কালচারাল ক্লাব, ইনট্রিনসিক ফাইন্যান্স ক্লাব, বিজনেস স্টুডেন্টস সোসাইটি, ইন্ডিপেন্ডেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব ও ইংলিশ ক্লাব।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :