নেত্রকোণায় মহান স্বাধীনতা দিবস পালিত

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৯, ১৬:২০

নানা কর্মসূচির মধ্যদিয়ে নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্য ছিল- প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ, সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাষিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা, সাংস্কৃতিক পরিবেশনা।

মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণসহ গৃহীত কর্মসূচিতে যোগ দেন।

এদিকে জেলা কালেক্টরেট ও সাতপাইয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে জেলা প্রশাসন, জেলা পরিষদ, নেত্রকোণা পৌরসভা, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে শহীদদের।

নেত্রকোণা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শনী। সেখানে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :