ইতালিতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় গণহত্যা দিবস পালন

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ১৮:৪২

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

২৫ মার্চ ভয়াল কাল রাত এবং জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আয়োজন করেছে আলোচনা সভা।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারের সভাপতিত্বে সভাটির সঞ্চালনায় ছিলেন প্রথম সচিব সুফিয়া আক্তার।

আলোচনার শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলার সিকদার মো. আশরাফুর রহমান ও প্রথম সচিব এ.এস.এম সায়েম।

রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার ২৫ মার্চে ঘটে যাওয়া গণহত্যা সম্পর্কে বলেন, ‘১৯৭১ সালের এই দিনে ঢাকায় ঘটেছিল মানবসভ্যতার ইতিহাসে কলঙ্কিত হত্যাকাণ্ড। এই দিনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দানের জন্য বিশেষ করে ইতালি প্রবাসীদের কাজ করার অনুরোধ করেন।’

রাষ্ট্রদূত আরও বলেন, ‘গৌরবান্বিত বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাসের পেছনেই রয়েছে এই ভয়াল কাল রাত। আর তাই মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক, উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে আহ্বান জানান।’

এই সময় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ, ইতালি আওয়ামী লীগ,  যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)