তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ফরিদগঞ্জে বঙ্গবন্ধু অলিম্পিয়াড

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৯, ১৮:৫২

চাঁদপুরের ফরিদগঞ্জের কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। তিন শতাধিক শিক্ষার্থী এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা, ত্যাগ ও প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্যে ওই বিদ্যালয়ে ‘তারুণ্যের মেলা’ সংগঠনটি বঙ্গবন্ধু অলিম্পিয়াডের আয়োজন করে।

অলিম্পিয়াডে ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র মিত্র প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় বঙ্গবন্ধুকে নিয়ে মরিয়ম আক্তারের করা একটি ডকুমেন্টরিও প্রদর্শন করা হয়।

অলিম্পিয়াড আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, তারুণ্যের মেলা সংগঠনের সভাপতি- মরিয়ম আক্তার, সাধারণ সম্পাদক- সঞ্জীব মিত্র।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :