ফিনিশিং সমস্যা নিয়ে মাশরাফির চিন্তা

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ১৯:০৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ এমন অনেক ম্যাচ হেরেছে যেগুলো জেতা উচিত ছিল। কিন্তু ভালোভাবে ফিনিশিং করতে না পারায় কষ্টের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। যেমন ২০১২ সালের এশিয়া কাপে ২ রানের, ২০১৬ সালের আইসিসি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১ রানের হার। এই হারগুলো ক্রিকেটার, ভক্ত সবাইকে এখনো পীড়া দেয়।

সামনে আইসিসি বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর শুরুর আগে ওয়ানডে ফরম্যাটের টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ফিনিশিংয়ে দলের সমস্যা আছে। তবে, খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে না। সময়ের পরিক্রমায় ঠিক হয়ে যাবে।

মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘আমার কাছে অনেক দিন থেকে একটা ব্যাপার মনে হয় যে, আমাদের ফিনিশিংয়ে একটু দুর্বলতা আছে। এটি আসলে জুনিয়রদের দোষ দিয়ে লাভ নেই। পুরো দলেরই একটি সমস্যার জায়গা আছে যে, আমরা খেলাটা শেষ করতে পারছি না। গত দুই তিন বছরে এমন অনেক ক্লোজ ম্যাচ আমরা হেরেছি। শুধু রান তাড়া করার সময় নয়, এমনকি প্রথমে ব্যাটিং করার সময়েও আমরা ভালো অবস্থান থেকে ভালো স্কোর দাঁড় করাতে পারিনি। সুতরাং, এই জায়গাতে আমাদের একটি সমস্যা আছে।’

তিনি আরো বলেছেন, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ এমন কিছু ম্যাচ আসবেই যেগুলো ক্লোজ হবে। এটি নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। আমার বিশ্বাস, আমরা আগে যে ভুলগুলো করেছি সেগুলো হয়তো কমাতে পারব। আমি বলতে চাইছি না যে, শতভাগ সফলতা পাব। কারণ, এটি অনেক দিন এবং প্রসেসের ব্যাপার। আশা করি সময়ের সাথে সাথে এটা ঠিক হবে।’

(ঢাকাটাইমস/২৬ মার্চ/এসইউএল)