বিএম কলেজের হোস্টেলে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থী নিহত

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৯, ১৯:০৬
ফাইল ছবি

বরিশালে সরকারি বিএম কলেজের ডিগ্রি হোস্টেলে বিদ্যুতায়িত হয়ে মানিক হাসান (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স ১ম বর্ষের ছাত্র মানিক ডিগ্রি হোস্টেলের ডি-ব্লকের ১২৩ নম্বর কক্ষে থাকতেন। তিনি গৌরনদীর নন্দনপট্টি গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে।

মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র মো. আজিম জানান, প্রতিদিনের মতো মানিক কোচিং শেষ করে হোস্টেলে ফিরে গোসল করতে যান। গোসল থেকে ফিরে হোস্টেলের টানানো গুনাতারে ভেজা লুঙ্গি শুকাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ফ্লোরে পড়ে যান। দ্রুত তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজিম আরও জানান, গত এক সপ্তাহ ধরে হোস্টেলে আরথিং অনুভব করায় বিষয়টি হোস্টেল সুপার ইসলামের ইতিহাসের শিক্ষক রফিকুল ইসলামকে অবহিত করা হয়েছিল। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি অভিযোগ আজিমের।

এ ঘটনায় মানিকের সহপাঠী থেকে শুরু করে ডিগ্রি হোস্টেলের আবাসিক বাসিন্দারা হোস্টেল সুপার রফিকুল ইসলামের বিচার দাবি করেন।

বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর সফিকুর রহমান সিকদার জানান, তদন্ত সাপেক্ষে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকাটাইমস/২৬মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :