বিশ্বকাপে কেমন দল চান মাশরাফি?

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ১৯:৩১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

সামনে বিশ্বকাপ। বাংলাদেশে এখন চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। তাই স্বাভাবিকভাবেই নির্বাচকরা এখন খেলোয়াড়দের পারফরম্যান্সের দিকে নজর রাখছেন। এই লিগ খেলে হয়তো কারো ভাগ্য খুলে যেতে পারে। আবার কেউ বাদ পড়তে পারেন।

সবকিছু ঠিক থাকলে গত বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপে কেমন দল চান অধিনায়ক? মঙ্গলবার এ বিষয়ে মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘আমি দল নির্বাচনের পার্টে নেই অবশ্যই। আগেও ক্লিয়ার করেছি, এখনো করছি। দল নির্বাচন আমার হাতে নেই। কিন্তু যে ১৫ জনই আসুক না কেন তারা পারফর্ম করে আসছে কি না সেটি বিষয় না। আমাদের মূল ফোকাস থাকবে আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে আমরা দল হিসেবে কেমন করছি সেটা।’

তিনি আরো বলেছেন, ‘এখানে অনেক উইকেট পেয়েও আন্তর্জাতিক ক্রিকেটে আমরা স্ট্রাগল করেছি এবং আমার মতো সিনিয়র ক্রিকেটার বা অন্য যারা আছে তাঁরাও করেছে। আবার এখানে খারাপ করেও দেখা গিয়েছে ওখানে যেয়ে আমরা ভালো করেছি। তাই আকাশ আর পাতাল ব্যবধান দুটি জায়গার মধ্যে। এই কারণে আমি বলছি যে, মানসিক দিক থেকে কে তৈরি থাকবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। হয়তো দেখা গেল যে এখানে কেউ লিগ খেলছে ঠিকই, তবে সে নির্দিষ্ট কিছু নিয়ে কাজ করছে যেটি বিশ্বকাপে তার প্রয়োজন হতে পারে। আমি মনে করি, তার ওই দিকেই নজর থাকা উচিৎ যে যেটি সে চিন্তা করছে। সুতরাং, মানসিকভাবে প্রস্তুত মানে আপনিও প্রস্তুত। সেটাই আমি বুঝাতে চাইছি আসলে। তবে যারা রান করছে বা ভালো করছে সেটি নির্বাচক প্যানেল ঠিক করবে যে কারা যাবে আর কারা যাবে না।’

(ঢাকাটাইমস/২৬ মার্চ/এসইউএল)