দেশে ফেরার আগে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:৪০ | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৯, ২১:৩২

টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। তাই মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল নিয়মরক্ষার। আর এই ম্যাচে ২-০ গোলে জয় তুলে নিল জেমি ডে’র শিষ্যরা।

২০২০ সালের এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হতে না হতেই লিড নেয় লাল-সবুজের জার্সিধারীরা। পঞ্চম মিনিটে গোল করেন বিপলু আহমেদ। ১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টুটুল হোসেন বাদশা। ম্যাচের বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। শূন্য পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল শ্রীলঙ্কা। এর আগে বাহরাইনের বিপক্ষে ১-০ গোলে ও ফিলিস্তিনের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২৬ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :