বিশ্বকাপে যাদের খেলার সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ২২:০৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন নেই। প্রতিটি দলই ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে হয়তো দল ঘোষণা হয়ে যাবে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা কারা খেলবেন? বিষয়টি নিয়ে হয়তো অনেকেই চিন্তাভাবনা করছেন। নির্বাচকরাও বসে নেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও মনে মনে দল অনেকটাই গুছিয়ে রেখেছেন।

মঙ্গলবার বিসিবি সভাপতি তো বিশ্বকাপ দলে কোন ১৫ জন থাকবেন তাদের নামও প্রায় বলে দিলেন। বিসিবি বসের ভাষ্য মতে, ‘কে দলে থাকবে সেটা এখনো আমি জানি না। তবে, তামিম-লিটন তো ওপেন করে। তিন নম্বরে সাকিবের খেলার সম্ভাবনা বেশি। কারণ, সাকিব ওই পজিশন পছন্দ করে। চারে তো মুশফিক আছেই। পাঁচে মিথুন বা এমন কেউ একজন থাকবে। ছয় নম্বর পজিশনের জন্য রিয়াদ আছে। সাত নম্বর পজিশনের জন্য সাব্বির-সাইফউদ্দিন আছে। আবার সৌম্যও নিচে নামতে পারে। একাদশে তো তিন পেসার থাকবে। সেক্ষেত্রে মাশরাফি ও মোস্তাফিজের তো একাদশে থাকা নিশ্চিত। আরেকজন হতে পারে রুবেল বা তাসকিন। আপনি যদি একজন স্পিনার খেলাতে চান তাহলে মিরাজকে তো আর বাদ দিতে পারেন না।’

এবারের বিশ্বকাপে কোনো চমক না থাকারই সম্ভাবনা বেশি। সেটা বিসিবি সভাপতির কণ্ঠেই ফুটে উঠেছে। তিনি বলেছেন, ‘একটা নতুন ছেলে ঘরোয়া ক্রিকেটে যতোই ভালো করুক না কেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য আছে। বিশ্বকাপ উপমহাদেশে হলেও কথা ছিল। যতোই ভালো করুক না কেন হুট করে এসে বিশ্বকাপে খেলবে এই সম্ভাবনা একেবারেই কম।’

আগামী ৩০ মে-১৪ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। এই আসরে দশটি দল অংশ নিবে। দলগুলো হলো বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

(ঢাকাটাইমস/২৬ মার্চ/এসইউএল)