মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় মামলা

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ২২:২৩

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা জনি তালুকদার হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। নিহত জনির চাচা উপজেলা হলতা গুলিসাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন তালুকদার মঙ্গলবার মামলাটি করেন।

মঠবাড়িয়া থানার ওসি এম.আর শওকত আনোয়ার মামলার সত্যতা নিশ্চিত করেন। বলেন, ‘জনি হত্যার ঘটনায় ৩৫ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর ও হানিফ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম গোপন রাখা হয়েছে।’

এদিকে, নির্বাচনী সহিংসতা ঠেকাতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার অন্যান্য উপজেলায় ২৮ মার্চ থেকে বিজিবি মোতায়েন করা হবে। পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, সোমবার সকালে একদল দুর্বৃত্ত জনিকে একা পেয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে নেয়ার পথে দুপুর দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত জনি তালুকদার উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের মৃত হাতেম আলী তালুকদারের ছেলে এবং উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিনের (আনারস মার্কা) সমর্থক ছিলেন।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)