দেশে পৌঁছেছে ক্রাইস্টচার্চে নিহত দুই বাংলাদেশির মরদেহ

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০৮:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু্টি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে দুইজনের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মরদেহ দুটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। যাদের মরদেহ দেশে পৌঁছেছে তারা হলেন জাকারিয়া ভূঁইয়া এবং ওমর ফারুক।

এর আগে নিউজিল্যান্ডের স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নিহতদের স্বজনরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মরদেহ দুটি নিয়ে দেশের উদ্দেশে রওনা হন। মৃতদেহ শনাক্তকরণ ও ভিসা জটিলতাসহ বিভিন্ন কারণে দীর্ঘ বিলম্বের পর তাদের মরদেহ দেশে আনা হয়।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নির্বিচারে গুলি চালায় অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন টারেন্ট। এতে ৫০ জন নিহত হন। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি।

নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে গত শুক্রবার সিলেটের হুসনে আরা আহমেদ ও কুড়িগ্রামের ড. আবদুস সামাদকে ক্রাইস্টচার্চে দাফন করা হয়েছে। আর নিহত মোজাম্মেল হকের মরদেহ আজ বুধবার রাত ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বর্বরোচিত ওই হামলায় আহত কিশোরগঞ্জের লিপি, গাজীপুরের মুতাসিম ও শেখ হাসান রুবেল চিকিৎসাধীন আছেন।

ঢাকাটাইমস/২৭মার্চ/এমআর