দুই লাখ ইয়াবা জব্দ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

টেকনাফ প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১০:০৮ | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৯, ০৯:২৮
ফাইল ছবি

মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।

বুধবার ভোরে নাফ নদীর খারাংখালী মোহনায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের পর তাদের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি।

টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ভোররাতে টেকনাফের হোয়াইক্যং এলাকায় দিয়ে নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে দুই পাচারকারী বাংলাদেশে ঢোকেন। এ সময় পাচারকারীরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে বেড়িবাঁধ দিয়ে পালানোর চেষ্টা চালায়। তাদের থামানোর জন্য বিজিবির টহল দল সংকেত দেয়। তবে সংকেত অমান্য করে তারা পালাতে গেলে বিজিবি গুলি করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুটি লাশ উদ্ধার করে।

দুজনের মরদেহের সঙ্গে ব্যাগ থেকে ১ লাখ ৯০ হাজার ইয়াবা পাওয়া গেছে বলে ভাষ্য বিজিবির। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের পরনে থাকা টি-শার্ট, হাফপ্যান্ট ও লুঙ্গি দেখে ধারণা করা হচ্ছে, তারা মিয়ানমারের রোহিঙ্গা।

ঢাকাটাইমস/২৭মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :