কক্সবাজারের প্রেমে পড়েছেন সব্যসাচী

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৯, ১০:২৮
ছবির বামে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, মাঝেখানে পরিচালক ফাখরুল আরেফীন ও ডানে কলকাতার অভিনেতা সব্যসাচী চক্রবর্তী

‘ফেলুদা’ খ্যাত কলকাতার নামকরা অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সিনেমার কাজে এর আগেও তিনি বাংলাদেশে এসেছেন। আবারও এপার বাংলায় এসেছেন ওপার বাংলার এই বড় তারকা। এবার তিনি এসেছেন ফাখরুল আরেফীন পরিচালিত ‘গণ্ডি’ ছবির শুটিংয়ে। এখানে তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

মঙ্গলবার থেকে ‘গণ্ডি’ ছবির শুটিং শুরু হয়েছে কক্সবাজারে। চলবে টানা এক সপ্তাহ। শুটিং করতে গিয়েই কক্সবাজারের প্রেমে পড়ে গেছেন কলকাতার সব্যসাচী। জানালেন, ‘শুটিং করতে আগেও বাংলাদেশে এসেছি। তবে কক্সবাজারে এলাম প্রথম। জায়গাটা দারুণ। মুগ্ধ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে বার বার আসতে হবে। এখানকার মানুষ এত আন্তরিক যে প্রতি মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়ছি।’

গড়াই ফিল্ম প্রযোজিত ‘গণ্ডি’র প্রধান চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। এই ছবির কাজে সোমবার ঢাকায় আসেন তিনি। মঙ্গলবার থেকে কাজ শুরু করেন কক্সবাজারে। পরিচালক ও ছবির অন্যান্য কলাকুশলীদের সম্পর্কে তিনি বলেন, ‘ফাখরুল আরেফীন ও তার সহকর্মীদের কাজে মুগ্ধ হতে শুরু করেছি। শুটিং শেষে বোধহয় তাদের ভক্ত হয়ে দেশে ফিরতে হবে।’

এদিকে সব্যসাচীর সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি বলেন, ছবির গল্পটি বেশ ভালো। এ জন্যই রাজি হয়েছি। তাছাড়া সব্যসাচী চক্রবর্তী দারুণ একজন অভিনেতা। আশা করছি, ভালো একটি কাজ হবে।’

‘গণ্ডি’র কাহিনি এগিয়ে যাবে ৫৫ ও ৬৫ বছর বয়সী দুই নারী-পুরুষের গল্প নিয়ে। এই বয়সে অবসরে থাকা দুই নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার এবং আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়- এসব বিষয় থাকবে ছবিতে।

ছবির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল মুখার্জিকে। ২০২০ সালের শুরুতে তারকাবহুল ‘গণ্ডি’ রুপালি পর্দায় উঠবে বলে জানান এর পরিচালক ফাখরুল আরেফীন।

ঢাকাটাইমস/২৭মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :