স্বাধীনতা দিবসে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১১:১১ | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৯, ১০:৪৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হাতিরঝিল ও রমনা থানা আওয়ামী লীগের সভাপতি মোখলেসুর রহমান।

দিনব্যাপী চলা ক্যাম্পে ২১ জন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন এবং মেডিকেল ক্যাম্পে রেজিভুক্ত রোগীদের ডায়াবেটিক পরীক্ষা (আরবিএস) ফ্রি করা হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়। মোট ৬২০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যক্ষ ডা. মো. মতিয়ার রহমান। আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, কাস্টমার কেয়ার ম্যানেজার মো. হাফিজুর রহমানসহ আরও অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অবিস্মরণীয় দিন। মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি উপেক্ষিত, বঞ্চিত ও শোষিত জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধের মাধ্যমে মুক্তির চেতনায় উজ্জীবিত করে ছিনিয়ে এনেছেন মহান স্বাধীনতা। লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগকে আমরা পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি।

এছাড়াও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ১৪ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ইনসাফ বারাকাহ হাসপাতালে মাসব্যাপী বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেয়া হচ্ছে। ক্যাম্পে রেজিভুক্ত রোগীদের কিডনি সম্পর্কিত ইউরিন আরই ও সিরাম ক্রিয়েটিন পরীক্ষা ফ্রি করা হচ্ছে। এক হাজার টাকায় স্বাস্থ্য চেকআপ করা হচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ১০ জন হতদরিদ্র গরিব রোগীকে ফ্রি অপারেশন করা হবে (মেডিসিন ছাড়া)।

ঢাকাটাইমস/২৭মার্চ/এমআর

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :