‘মিমি-নুসরাতকে নিয়ে এত ট্রোলিং কেন?’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৯, ১৪:৩৪

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কলকাতার দুই সুপারহিট নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। দুজনেই প্রথমবারের মতো ভোটের লড়াইয়ে নেমেছেন। গত ১২ মার্চ তৃণমূল সভাপতি মমতা ব্যানার্জি তার দলের প্রার্থী হিসেবে দুই নায়িকার নাম ঘোষণা করেন। এর মধ্যে মিমিকে যাদবপুরে এবং নুসরাতকে বশিরহাটে প্রার্থী করা হয়েছে।

তবে নাম ঘোষণার পর থেকেই ‍দুই তারকাকে নিয়ে টোলিংয়ে মেতেছে বিরোধী দল। সেসব টোলিংয়ের জবাবও ইতিমধ্যে দিয়ে দিয়েছেন মিমি ও নুসরাত। এবার দুই সহকর্মীর হয়ে কথা বলেছেন হালের অন্যতম সুপারহিট নায়ক যশ দাশগুপ্ত। দুই নায়িকার সঙ্গেই অভিনয় করেছেন যশ। মিমির বিপরীতে তিনটি এবং নুসরাতের একটি ছবিতে দেখা গেছে তাকে।

বুধবার ভারতীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে দুই সহ-অভিনেত্রীর ভোটে দাঁড়ানো প্রসঙ্গে যশ বলেন, ‘আমাদের সবার জন্যই এটা খুব ভালো খবর। এবার তো মিমিকে বলতে হবে, ‘দিদি একটু দেখবেন’। মিমি-নুসরাত দুজনের সঙ্গেই কাজ করেছি। ওরা ঠিক সময়ে রাজনীতিতে এসেছে। মানুষের আরও কাছাকাছি পৌঁছাতে পারবে তারা।’

মিমি ও নুসরাতকে নিয়ে টোলিংয়ের বিষয়ে নায়ক বলেন, ‘আমি বহু মানুষকে বলতে শুনেছি, নতুন প্রজন্ম রাজনীতি নিয়ে সচেতন নয়। তো মিমি ও নুসরাত যখন রাজনীতিতে এলো, তখন ওদের নিয়ে এত ট্রোলিং করা হচ্ছে কেন? এটা খুবই বাজে বিষয়। বরং ওদের এই সিদ্ধান্তকে সবার আরও সম্মান জানানো উচিত।’

সোমবার যশ ও মিমি অভিনীত তৃতীয় ছবি ‘মন জানে না’ মুক্তি পেয়েছে। এখানে যশকে দেখা গেছে একজন ট্যাক্সি চালকের চরিত্রে। এ ছবি সম্পর্কে নায়কের কথা, ‘লম্বা সময় ধরে খেটেছি। দর্শকের কাছে কৃতজ্ঞ, তারা নানাভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মিমির সঙ্গে আগে কাজ করার সুবাদে একটা বন্ডিং তৈরি হয়েছে। আমাদের জুটিকে দর্শক ভালোবেসে গ্রহণ করেছেন।’

ঢাকাটাইমস/২৭মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :