নিউজিল্যান্ডে নিহত জাকারিয়া নরসিংদীর নিজ গ্রামে শায়িত

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৬:৩৯ | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৯, ১৬:৩৭

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর জাকারিয়া ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে পলাশ উপজেলার জয়পুরা গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গত ২০ মার্চ স্বামীর লাশ আনতে নিউজিল্যান্ডে যান স্ত্রী রিনা আক্তার। সেখানে আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার রাতে দেশে এসে পৌঁছে জাকারিয়ার লাশ। সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হয় জেলার পলাশ উপজেলার জয়পুরা গ্রামের বাড়িতে।

লাশ পৌঁছার খবর পেয়ে সকাল থেকে একনজর দেখার জন্য জাকারিয়া ভূঁইয়ার গ্রামের বাড়িতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা।

কান্নায় বারবার মূর্ছা যাচ্ছিলেন বাবা-মা ও স্ত্রী রিনা আক্তার। এসময় শোকের ছায়া নেমে আসে জয়পুরা গ্রামে।

বেলা ১১টায় গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন এলাকার জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।

আড়াই বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ১৭ দিন পর নিউজিল্যান্ডে চাকরিতে যোগ দেন জাকারিয়া ভূঁইয়া। সর্বশেষ ছয় মাস আগে দেশে ফিরে ৪০ দিনের ছুটি কাটিয়ে নিউজিল্যান্ডে ফিরে যান তিনি। স্ত্রী রিনা আক্তারকেও নিউজিল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শেষ করেছিলেন জাকারিয়া ভূঁইয়া।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :