ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ১৯:২৭

ঠাকুরগাঁও প্রতিবেদক

ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়নপুর কালিতলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মুক্তাদুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালের এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।

নিহত মুক্তাদুর রহমান হরিনারায়নপুর গ্রামের মৃত আনিছুর রহমানে ছেলে।

পুলিশ জানায়, প্রতিবেশী পারুল, রহিমা বেগম, নুরুল হকদের ভিটা না থাকায় তারা মুক্তাদুর রহমানের জমিতে বেশ কিছুদিন যাবত বসবাস করছিল। পরবর্তীতে মুক্তাদুর তার জমি দখল নিতে গেলে নুরুলরা মামলা করেন। বুধবার সকালে পারুল ওই জমিতে সীমানা প্রাচীর নিমার্ণের চেষ্টা চালালে মুক্তাদুর বাধা দেন। এ সময় পারুল ও তার লোকজন মুক্তাদুরকে বেধড়ক মারপিট করে। গুরুতর অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পারুল ও নুরুল হক নামে দুইজনকে আটক করেছে। ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঢাকাটাইমস/২৭মার্চ/এএইচ