লালমনিরহাটে সাংবাদিকদের ওপর হামলায় আল্টিমেটাম

আঞ্চলিক প্রতিনিধি, লালমনিরহাট
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৯, ২০:৫০

ছবি তোলার সময় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।

বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাংবাদিক নেতারা বলেন, ‘মহান স্বাধীনতা দিবসের র‌্যালিতে কতিপয় লোক লাঠি ও লোহার রড নিয়ে অংশ নেয়। স্বাধীনতার র‌্যালিতে পতাকা না নিয়ে লাঠিশোটার শোডাউনের ছবি তুলতে যান দৈনিক মানবকন্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও আমাদের সময়ের নুরনবী সরকার। এ সময় সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করা হয়।’

স্থানীয়রা ওই দুই সাংবাদিককে উদ্ধার করতে গিয়ে আরো তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সাংবাদিক আসাদুজ্জামান সাজুকে রংপুর মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসকরা।

এ ঘটনায় ওই দিন (মঙ্গলবার) রাতে নয়জনের নামসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা করেন সাংবাদিক আসাদুজ্জামান সাজু। ওই রাতেই পুলিশ মিতু নামে একজনকে গ্রেপ্তার করলেও বাকিরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।

হাতীবান্ধা প্রেসক্লাবের আহবায়ক স্বপন কুমার দে’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- আহত সাংবাদিকের মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী উম্মে সুরাইয়া, প্রফেশনাল জার্নালিস্ট ফোরামের সভাপতি এস দিলীপ রায়, সম্পাদক মাজেদ মাসুদ, প্রেস ফোরের সদস্য সচিব মিজানুর রহমান দুলাল, মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট শাখার সভাপতি খোরশেদ আলম সাগর, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ শিপন, বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট লালমনিরহাটের সভাপতি মাহফুজ সাজু, সম্পাদক এসআর শরিফুল ইসলাম রতন, সাংবাদিক কাজি আলতাফ হোসেন, হাতীবান্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সদস্য সচিব ফারুক হোসেন নিশাত, সাংবাদিক সহিদুল ইসলাম, সাংবাদিক আজিজুল ইসলাম বারী ও সাংবাদিক রাহেবুল ইসলাম টিটুল প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে একই দাবিতে সাংবাদিকরা হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের সাথে পৃথক বৈঠক করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :