মঠবাড়িয়ায় ইউপি কার্যালয় থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৯, ২১:১৮

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের দুটি কক্ষ থেকে ধারালো অস্ত্রসহ লাঠিসোটা উদ্ধার করেছে পুলিশ। ডিবি পুলিশ ও মঠবাড়িয়া থানা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার গভীর রাতে ওই ইউপি কার্যালয়ের তালাবদ্ধ ওয়াসরুম ও টি-রুম থেকে এসব উদ্ধার করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি হুমায়ুন কবির জানান, ‘মঠবাড়িয়া থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের একটি দল রাতে যৌথ অভিযান চালিয়ে বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ ভবনের তালাবদ্ধ ওয়াসরুম ও টি-রুম থেকে সাতটি ধারালো বটি দাও, ১১টি জিআই পাইপ ও ২০০টি লাঠি উদ্ধার করা হয়।’

মঠবাড়িয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দাঙ্গা-হাঙ্গামার জন্য অস্ত্র ও লাঠিসোটা মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/২৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :