রূপগঞ্জে স্কুলছাত্র হত্যায় গ্রেপ্তার ১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৯, ২২:০২

দি চাইল্ড ল্যাবরেটরি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র কামরুল হাসান হৃদয় হত্যার সাথে জড়িত প্রধান আসামি মুরাদ হোসেন রাব্বিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

বুধবার বিকালে র‌্যাব-১ সিপিসি-৩ এর রূপগঞ্জের পূর্বা6চল শিমুলিয়া এলাকার ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

মুরাদ হোসেন রাব্বিকে গাজীপুরের জয়দেবপুর হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুরাদ হোসেন রাব্বি ওরফে টেলি রাব্বি ঢাকার উত্তরখান থানার বড়বাগ এলাকার বাদল হোসেনের ছেলে।

র‌্যাব -১ এর লে. কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, ‘নিহতের মা লাবনী বেগম বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা করেন।

গত ২১ মার্চ রাজধানীর উত্তরখান থানার রাজবাড়ী বাহারটেক এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বিগবস গ্রুপ ও কাশ্মীরি গ্রুপের মধ্যে সংঘর্ষে কামরুল হাসান হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়।’

নিহত কামরুল হাসান হৃদয় নোয়াখালীর সেনবাগ থানার বাবু-শ্রীপুর এলাকার কামাল হোসেনের ছেলে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :