ভোলায় সড়ক থেকে ৩৬ দোকান উচ্ছেদ

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৯, ২২:৫০

ভোলা সদর উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বাংলাবাজার এলাকায় রাস্তার পাশ থেকে ৩৬টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় রাস্তার জায়গা দখল করে দোকান নির্মাণ করায় ইব্রাহীম নামে এক ব্যবসায়ীকে এক মাসের জেল ও আরও সাত ব্যবসায়ীকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাওছার আহমেদ এ আদেশ দেন।

সকাল থেকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বাংলাবাজার এলাকায় রাস্তার দুই পাশ থেকে দখলদারদের উচ্ছেদ অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি জমি থেকে ছোট-বড় ৩৬টি দোকান উচ্ছেদ করা হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম কাওছার হোসেন জানান, ‘দীর্ঘদিন ধরে ভোলার বাংলাবাজারে রাস্তার জমি দখল করে এলাকার লোকজন অবৈধভাবে দোকান উঠিয়ে ব্যবসা করে আসছে। তাই সকালে ভোলা জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন ও দৌলতখান উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ওই এলাকার সরকারি জমিতে থাকা ৩৬টি দোকান ঘর উচ্ছেদ করা হয়। এক ব্যবসায়ীকে এক মাসের কারদণ্ড ও সাত ব্যবসায়ীকে মোট ৬২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :