মাদারীপুরে বাস খাদে, নিহত ৮

প্রকাশ | ২৮ মার্চ ২০১৯, ১৩:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মাদারীপুরে মাহফিলের যাত্রীবাহী বাস খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি।

বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের চন্দ্রপাড়া এলাকায় মাহফিল শেষে মাদারীপুর সদরের ভাংগ্রাব্রিজ এলাকায় ফিরছিলেন ৬০ জনের মতো মুসল্লি। সদর উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে মাহফিলের যাত্রী বহনকারী বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। আহত হয় ৪০ জনের মতো।

খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/এমআর