‘বিদ্যুৎ সংযোগে টাকা চাইলে পুলিশে দিন’

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০১৯, ২০:৪৫

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় কেউ টাকা চাইলে তাকে আটক করে পুলিশে তুলে দিন। আটক করে প্রয়োজনে আমাকে ফোন দিন। আমি পুলিশে দেয়ার ব্যবস্থা করব।’

তিনি নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের ১১টি গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংযোগ প্রদান উদ্বোধনী অনুষ্ঠান হয়।

নেত্রকোণা পল্লী বিদ্যুতের ব্যবস্থাপক মজিবুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- সংরক্ষিত আসনের নারী সাংসদ হাবিবা রহমান খান শেফালী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তফসির উদ্দিন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান প্রমুখ।

মন্ত্রী আশরাফ আলী খান খসরু অনুষ্ঠানে উপস্থিত পল্লী বিদ্যুতের ব্যবস্থাপককে উদ্দেশ্য করে বলেন, ‘পল্লী বিদ্যুৎ অফিসেও কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। কিছু অসাধু ঠিকাদার রয়েছেন। এরা মিলে গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেন। তাদের আপনি থামান। ভালভাবে তদারকি করুন। নইলে গ্রামের লোকজন এদের বেঁধে রাখবে।’

নেত্রকোণা পল্লী বিদ্যুতের ব্যবস্থাপক মজিবুর রহমান বলেন, ‘সদর উপজেলার লক্ষ্মীপুর, নন্দীপুর, মনাংসহ ১১টি গ্রামে এক হাজার ৩১৭ জনকে নতুন সংযোগ দেয়া হয়েছে। এই ৩৭ দশমিক ২১৭ কিলোমিটার লাইন স্থাপনে পাঁচ কোটি ৫৮ লাখ ২৫ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে।’

এর আগে মন্ত্রী নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মহিলা কলেজে পুরস্কার বিতরণীসহ লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের ২৫ বছরপূর্তি ও বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :