আ.লীগ-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০১৯, ২২:৪০

নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। তবে ঘটনার জন্য একে অন্যকে দায়ী করছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কবিরহাট বাজারে এ সংঘর্ষ হয়।

গুলিবিদ্ধরা হচ্ছেন- জয়নাল আবেদিন, ইব্রাহিম খলিল, হাছান, মুন্সি বোবাসহ ছয়জন। অপর আহতদের পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ‘সন্ধ্যায় কবিরহাট বাজারের জিরো পয়েন্ট থেকে স্বতন্ত্র প্রার্থীর আনারস মার্কার সমর্থনে একটি মিছিল বের করে বাজারের উত্তর দিকে যায় আলাবক্স তাহের টিটুর সমর্থকরা। একই সময় বিপরীত দিক থেকে আ.লীগ প্রার্থী কামরুন নাহার শিউলির সমর্থকরা নৌকার মিছিল নিয়ে আসে। উভয় পক্ষের মিছিল রুপালি ব্যাংক মোড়ে পৌঁছালে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে কয়েকটি গুলির ঘটনা ঘটলে ব্যবসায়ী ও পথচারীসহ ছয়জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়।’

এর আগে উপজেলার বাটাইয়া ইউনিয়নের জামতলা এলাকায় উভয় প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

ঘটনার বক্তব্য জানতে প্রার্থীদের মোবাইল ফোনে কল দিলেও তাদের পাওয়া যায়নি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহম্মদ হাছান ঘটনার সত্যতা স্বীকার করেন। বলেন, ‘উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে বলে শুনেছি। তবে তারা কোন পক্ষের তা জানা যায়নি।’

ওসি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় কোন পক্ষই এখনো থানায় অভিযোগ করেনি। সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :