মঠবাড়িয়া উপজেলা নির্বাচন স্থগিত

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০১৯, ২৩:৪৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩১ মার্চ অনুষ্ঠতব্য উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ায় বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন নির্বাচন সাময়িক স্থগিতাদেশ দেয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমান স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশ দেয়া হয়।

একই সঙ্গে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ও মঠবাড়িয়া থানার ওসি এম, আর শওকত আনোয়ার ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত একটি চিঠি পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছেছে।

সন্ধ্যায় পিরোজপুরর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও রিটার্নিং অফিসার বরাবর ওই পত্র পাঠানো হয়।

মঠবাড়িয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজ স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এ মর্মে দপ্তরে সন্ধ্যা ৭টার দিকে স্থগিতাদেশ পত্র পৌঁছেছে।’

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :