‘ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা করলে গুলি’

প্রকাশ | ২৯ মার্চ ২০১৯, ০৯:১৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

চতুর্থ পর্বের উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে যদি কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা হয় তাহলে গুলি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচনের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে নির্বাচন কমিশন। ভোটারা যেন নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।’

সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং কর্মকর্তা সাহেদুল ইসলাম ও ২৫ বিজিবির অধিনায়ক কর্ণেল গোলাম কবীর।

ঢাকাটাইমস/২৯মার্চ/এএইচ