ইসির নির্দেশে এলাকা ছাড়লেন টাঙ্গাইলের তিন সাংসদ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
| আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৯:৫৫ | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৯, ১৯:৪৯

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় টাঙ্গাইলে আওয়ামী লীগের তিন সংসদ সদস্য নির্বাচনী এলাকা ছেড়ে নিজ নিজ বাসভবনে অবস্থান করছেন।

তারা হলেন: টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ হাছান ইমাম খাঁন সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ আসনের ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ আসনের জোয়াহেরুল ইসলাম।

ইসির নির্দেশ অনুযায়ী এই তিন সংসদ সদস্য বৃহস্পতিবার (২৮ মার্চ) যার যার নির্বাচনি এলাকা ছেড়েছেন বলে জানা গেছে।

হাছান ইমাম খাঁন বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশক্রমে নির্বাচনি এলাকা ছেড়েছি। আমি এখন টাঙ্গাইলে নিজ বাসায় অবস্থান করছি।’

জোয়াহেরুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্বাচনি এলাকা ছেড়ে টাঙ্গাইলে নিজ বাসভবনে অবস্থান করছি।’

ছানোয়ার হোসেন এমপির ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা বলেন, ‘এমপি স্যার নির্বাচনি এলাকা ছেড়ে ঢাকায় তার নিজ বাসভবনে অবস্থান করছেন।’

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল ইসলাম বলেন, ‘আমি এই তিন এমপির সাথে কথা বলেছি। তারা নির্বাচনি এলাকা ছেড়েছেন। তারা নির্বাচনি এলাকা ছেড়ে যে কোনও জায়গায় থাকতে পারবেন, তবে ডিস্ট্রিক্ট ছাড়লে ভালো হয়।’

প্রসঙ্গত, গত বুধবার (২৭ মার্চ) রাতে ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনের স্বার্থে তাদের বৃহস্পতিবারের (২৮ মার্চ) মধ্যে নির্বাচনি এলাকা ছাড়তে বলা হয়।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :