শাওমির নতুন দুই ল্যাপটপ

প্রকাশ | ৩০ মার্চ ২০১৯, ১০:০৪

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

চীনের রাইজিং স্টার টেক ব্র্যান্ড শাওমি নতুন দুই ল্যাপটপ আনল।  এগুলো হলো- মি নোটবুক এয়ার ১৩.৩ এবং মি নোটবুক ১৫.৬। এই দুটি ল্যাপটপে যথাক্রমে ১৩.৩ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে আছে। দুটি ল্যাপটপেই রয়েছে ইনটেল কোর আই ফাইভ প্রসেসর এবং ৮ জিবি র‌্যাম। আপাতত শুধুমাত্র চীনে এই দুটি ল্যাপটপ পাওয়া যাবে।

মি নোটবুক এয়ার ১৩.৩ ল্যাপটপটি চীনের বাজারে বিক্রি হচ্ছে ৫৩৩৯ ইয়েনে।  এই ল্যাপটপে আছে ১৩.৩ ইঞ্চির ডিসপ্লে, অষ্টম প্রজন্মের ইনটেল কোর আই ফাইভ প্রসেসর। সঙ্গে আছে একটি এনভিডিয়া জিওফোর্স এমএক্স২৫০ মডেলের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ল্যাপটপটিতে ২৫৬ জিডি এসএসডি স্টোরেজ দেয়া হয়েছে।

কানেক্টিভিটির জন্য এই ডিভাইসটিতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।  নতুন এই ল্যাপটপের ওজন 1.3 কিলোগ্রাম।

অন্যদিকে মি নোটবুক ১৫.৬ মডেলটি চীনে বিক্রি হচ্ছে ৪৩৯৯ ইয়েনে।  এই ল্যাপটপে থাকছে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে, অষ্টম প্রজন্মের ইনটেল কোর আই ফাইভ প্রসেসর।  সঙ্গে আছে একটি এনভিডিয়া  জিও ফোর্স এমএক্স১১০ মডেলের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এজেড)