সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় রোহিঙ্গাসহ আটক ৩২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০১৯, ১৫:৫৩

সমুদ্রেপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন উপকূল থেকে অন্তত ২২ জন রোহিঙ্গাসহ ৩২ ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার ভোরে ছেড়াদ্বীপসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি ট্রলারও জব্দ করা হয়েছে।

সেন্টমার্টিন স্টেশন ইনচার্জ লে. কমান্ডার শেখ মাহমুদ হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অস্থায়ীভাবে বাস করছিল। এছাড়াও আটক স্থানীয়দের মধ্যে তিনজন দালাল রয়েছেন। তারা হলেন- মোহাম্মদ কবির, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ হোসেন। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন ইনচার্জ লে. কমান্ডার শেখ মাহমুদ হাসান বলেন, ‘সমুদ্রপথে রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচার করা হচ্ছিল। এসময় মোট ৩২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২২ জন রোহিঙ্গা রয়েছে। এছাড়া তিন দালালকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলেছে।’

এই অভিযানে স্থানীয় পুলিশও সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৩০মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :