রবিবার ব্রাহ্মণবাড়িয়ার ৬ উপজেলায় নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০১৯, ১৭:৫৩

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে আগামীকাল রবিবার (৩১ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার মধ্যে ৬টিতে ভোট নেওয়া হবে। ইতিমধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

আজ শনিবার সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটের সামগ্রী বিতরণ শুরু হয়। প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেয়া হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে।

নির্বাচন হতে যাওয়া উপজেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আখাউড়া, নাসিরনগর, নবীনগর ও আশুগঞ্জ।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কসবা ও আখাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৪টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২ জন রয়েছেন।

৬ উপজেলায় মোট ভোটার ১৩ লাখ ২৩ হাজার ২৫৭ জন। কেন্দ্র রয়েছে ৫০৫টি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২৪৫০ জন পুলিশ, ৩৪ প্লাটুন বিজিবি, ১১২ জন র‌্যাব ও ৬০৬০ আনসার নিয়োজিত থাকবেন।

(ঢাকাটাইমস/৩০মার্চ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :