ভাণ্ডারিয়ার ৫১ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০১৯, ২০:২০

রবিবার চতুর্থ ধাপে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সাতটি ইউনিয়নের ৫১টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ আনুসঙ্গিক মালামাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়।

এ উপজেলায় ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। শুধু ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ভোট গ্রহণ হবে। এতে একটি পদের বিপরীতে পাঁচজন প্রার্থী রয়েছে।

উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ৯হাজার ৬৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ৮৩০ ও নারী ভোটার ৫৪ হাজার ৮৪৫জন।

নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫১টি কেন্দ্রের জন্য পার্শবর্তী জেলা ঝালকাঠি থেকে দুইজন ম্যাজিস্ট্রেটকে দেয়া হয়েছে।

এছাড়া, ৫১ জন প্রিজাইডিং অফিসার, ৭৪জন সহকারী প্রিজাইডিং, ৫৫২ জন পোলিং অফিসার এবং প্রতিকেন্দ্রে ২ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য দ্বায়িত্ব পালন করবেন বলে উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার মো. মোস্তফা কামাল জানান।

ঢাকাটাইমস/৩০মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :