বইয়ের মত ভাঁজ করা যাবে এই বাড়ি (ভিডিও)

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ১০:৩২

জমির দামের সঙ্গে ইঁট, বালি, সিমেন্টের দামও পাল্লা দিয়ে বেড়েছে। এই পরিস্থিতিতে আশার আলো দেখাতে পারে ‘ফোল্ডিং বাড়ি’! ৩০০ থেকে ৩৫০ বর্গফুটের ছোট এক টুকরো জমিতে মাত্র ৬ ঘন্টায় বানিয়ে ফেলা যায় এই বাড়ি। বাড়ির নকশা বা ডিজাইনও হবে আপনার পছন্দ মতো।

এই ধরনের ‘ফোল্ডিং বাড়ি’র পরিকল্পনা ইতালিয়ান স্থপতি (আর্কিটেক্ট) রেনাটো ভিদালের মস্তিষ্কপ্রসূত। রেনাটো দুই রকম মাপের বাড়ির নকশা বা ডিজাইন তৈরি করেছেন। ছোটটির জন্য ২৯০ বর্গফুটের জায়গা আর বড়টি তৈরির জন্য ৯০৪ বর্গফুটের জায়গা প্রয়োজন। তবে দুই রকমের বাড়ির উচ্চতা সর্বোচ্চ ২১ ফুট।

কংক্রিটের কোনও রকম অবলম্বন বা সাপোর্ট ছাড়াই তৈরি করা যায় এই বাড়ি। এই বাড়ির প্রধান উপাদান স্টিল ফ্রেম, পলিইউরেথিন ফোম আর রক উল। ভূমিকম্প প্রতিরোধ করার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে রেনাটো ভিদালের এই ‘ফোল্ডিং বাড়ি’তে। শুধু তাই নয়, এটি সম্পূর্ণ ‘ওয়াটারপ্রুফ’।

বাথরুম, মডিউল কিচেন, ডাইনিং, শোবার ঘর, সিঁড়ি, স্টোরেজ— আর পাঁচটা সাধারণ বাড়ির মতো সব কিছুই রয়েছে এই ‘ফোল্ডিং বাড়ি’তে।

দেখুন ভিডিও:

(ঢাকাটাইমস/৩১মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :