ভারতীর কটাক্ষের কড়া জবাব দেবের

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ১২:৫২

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে আবারও ঘাটাল থেকে প্রার্থী হয়েছেন নায়ক দেব। তিনি এই আসনের বর্তমান সাংসদ। তাই এবারও তার উপরে ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। ১৭তম লোকসভা নির্বাচনে সেখানে দেবের প্রতিদ্বন্দ্বী সাবেক আইপিএস ভারতী ঘোষ। তাকে প্রার্থী করেছে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি।

দেবের এই প্রতিদ্বন্দ্বী জাতে বাঙালি। বাংলা থেকে বাঙালির ভোটে সংসদে যাওয়ার প্রত্যাশী তিনি। কিন্তু সংসদে দাঁড়িয়ে বাংলায় কথা বলতে তার ঘোর আপত্তি। তিনি মনে করেন, সংসদ হল ইংরেজিতে কথা বলতে পারা শিক্ষিত মানুষের জায়গা। সেখানে বাংলা ভাষার কোনো ঠাঁই নেই।

এলাকার সাংসদ হিসেবেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কয়েকদিন আগে সংসদে বিতর্কে অংশ নিয়েছিলেন বিদায়ী সাংসদ দেব। সেখানে তিনি বাংলায় কথা বলেছিলেন। সেই প্রসঙ্গ টেনে শুক্রবার ভারতী দেবকে কটাক্ষ করেন। বলেন, ‘ইংরেজি বলতে পারা শিক্ষিত লোকের জায়গা পার্লামেন্ট। দেব যদি ইংরেজি না জানেন, তবে আমাকে ডাকতে পারেন।’

শনিবার পিংলার দুজিপুরে কর্মী সম্মেলনে দেব সেই কটাক্ষের পাল্টা জবাব দেন। বলেন, ‘আমি গর্ববোধ করি যে আমি বাঙালি, বাংলায় কথা বলেছি। যদি আপনাদের আশীর্বাদে আবার জিতি, তবে আবার সংসদে বাংলাতেই কথা বলব।’

এদিন বিকালে পাঁশকুড়ায় প্রচারে গিয়েও ভারতীর মন্তব্যের কড়া জবাব দেন দেব। বলেন, ‘একজন বাঙালি হয়ে যদি তার (ভারতী) বাংলায় কথা বলতে অসুবিধা হয়, তবে তো বাঙালি হওয়াই উচিত নয়।’

তবে ভারতী অনড়। তার যুক্তি, ‘যেখানে যাব সেখানে তেমনই হতে হবে। সংসদে হিন্দি, নয় ইংরেজিতে কথা বলা নিয়ম। কেউ যদি সেখানে বাংলা বলে নিজের পিঠ চাপড়ে বলেন, ‘আমি বাঙালি’, আমি তাকে অনভিজ্ঞ বলব।’

যদিও বিজেপির প্রার্থী ভারতীর এই বক্তব্যের সঙ্গে তার দলই একমত নয়। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘সংসদে মাতৃভাষায় বক্তৃতা করা যাবে না, এমন কোথাও বলা নেই।’

ঢাকাটাইমস/৩১মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :